বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০ তম জন্মদিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বঙ্গমাতা ও সুন্দরের সাহসী প্রতিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ( ৮ আগষ্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম,
উপজেলার সহকারী ভূমি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান প্রমুখ। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও উপজেলা পরিষদের সকল সদস্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
Leave a Reply