বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরের ঐতিহ্যবাহী ও প্রাচিন রানীগঞ্জ বাজারের প্রাণ কেন্দ্র মধ্যে স্থানে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সম্পূর্ণ নতুন আঙ্গিকে শুভ উদ্বোধন করা হল আধুনিক রুচিসম্মত কাপড়ের দোকান আয়ান ফ্যাশন।
উন্নতমানের নিত্য নতুন ডিজাইনের শাড়ী, লুঙ্গী, শাট, প্যান্ট, থ্রী-পিছ, টপস, প্লাজা সহ যাবতীয় কাপড় নিয়ে পুরাতন দোকানের সব কিছু বাদ দিয়ে নতুন মাল নিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ দিন ধরে রানীগঞ্জ বাজারে দোকানে মালিক এম মোতাহীর আলী সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি ইতি মধ্যে বাজারে ধান ও চালের মিল সহ বিভিন্ন ব্যবসায় পরিচালনা করছেন। শুক্রবার জুময়ার নামাজের সময় আয়ান ফ্যাশনের উদ্ধোধন উপলক্ষে বাজারের ব্যবসায়ীদের নিয়ে দোয়া পরিচালনা করেন রানীগঞ্জ বাজারের ৪তলা মসজিদের ইমাম হযরত মাওলানা ইয়াহিয়া আহমদ।
এ ব্যাপারে আয়ান ফ্যাশনের মালিক এম মোতাহির আলী বলেন, দীর্ঘ দিন ধরে রানীগঞ্জ বাজারের ব্যবসা পরিচালনা করে আসছি। কাষ্টমারের চাহিদা অনুযায়ী পুরাতন সব কিছু বাদ দিয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে কাপড়ের দোকান শুরু করলাম । ঐতিহ্যবাহী ও প্রাচিন রানীগঞ্জের বাজারের বিমুখ হওয়া কাষ্টমারদের ফিরিয়ে আনতে এটা আমার উদ্যোগ। সকলের সার্বিক সহযোগিতায় এগিয়ে যেতে চাই। সকল কাষ্টমার, ব্যবসায়ী ভাই, বন্ধু , দেশ-বিদেশের সকল আত্নিয় স্বজন সহ সকলের দোয়া ও ভালবাসা চাই সকলের সার্বিক সহযোগিতায় চাই।
Leave a Reply