সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের উত্তর পাইলগাঁও গ্রামের মো. গয়াছ আলীর স্ত্রী মোছা. কলছুমা বেগম (৪৫) গত ২৭ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে বাহির হয়ে আর বাড়িতে আসেননি। এত দিন অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি। তাঁর গায়ের রং শ্যামলা। উচ্চতা আনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি, মুখমন্ডল লম্বাটে ও হালকা-পাতলা গড়নের। হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছাপা সাদা কালালের কাপড় ছিল। তিনি মানসিক রোগী।
এ ঘটনায় জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি করবেন বলেন জানান মোছা. কলছুমা বেগমের ছেলে মো. জাবেদ মিয়া। কোনো হৃদয়বান ব্যক্তি তার মায়ের সন্ধান পেয়ে থাকলে তার ছেলে মো. জাবেদ মিয়ার মুঠোফোন নম্বরে (০১৭৯৩-২৯১২০৪) যোগাযোগ করতে অনুরোধ করা যানান তার ছেলে।
এ ব্যাপারে মোছা. কলছুমা বেগমের ছেলে মো. জাবেদ মিয়া বলেন, আমার বাবা, মা সহ দুই ভাইয়ের পরিবার। আমার মা আজ প্রায় ১২ দিন ধরে নিখোঁজ অনেক খোঁজাখুঁজি করেও আমার মায়ের সন্ধান পাই নাই। থানায় জিডি করবো আমার মায়ের সন্ধান পেয়ে থাকলে দয়া করে আমার নম্বারে যোগাযোগ করবেন।( বিজ্ঞপ্তি)।
Leave a Reply