সিনিয়র প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহি বাসে করে মাদক চালান পাচারকালে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে জগন্নাথপুর পৌরশহরের হবিবনগর এলাকা থেকে পুলিশ ওই মাদক চালান আটক করে।
পুলিশ জানায়, সুনামগঞ্জ শহর থেকে ছেড়ে আসা কর্নফুলি এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহি বাস পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক (আব্দুস সামাদ আজাদ সড়ক) হয়ে ঢাকার উদ্যেশে যাত্রা করে। ওই বাসে মাদক পাচার করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ হবিবনগর এলাকায় বাসটি আটক করে তল্লাশি করে ৪৪ বোতল উসকি ও ১০ বোতল ভদকাসহ মোট ৫৪ বোতল বিদেশী মদ উদ্ধার করে। এসময় পাচারে জড়িত থাকায় অভিযোগে সুনামগঞ্জ শহরের ইকবাল নগর এলাকার বাসিন্দা হাসমত আলীর ছেলে ফুল মিয়া (৩৮) নামের একজনকে আটক করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে আমরা মাদক চালানটি আটক করেছি। মাদক পাচারকালে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসব বিদেশী মদের বাজারমূল এক লাখ ৪৫ হাজার টাকা। পুলিশ মূল হোতাকে ধরতে অভিযানে আছে।
Leave a Reply