বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে ডবল সিআর মামলার পলাতক আগামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীকে শনিবার (১৯ ফেব্রুয়ারী) সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হবে।
জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনজার্চ মিজানুর রহমানের দিক নিদের্শনায় এএসআই ভোলানাথ সাহার নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের জামে মসজিদের সামন থেকে ডবল সিআর – ২৯৫/১৬ এবং সিআর ২৯৬/১৬ এর দুইবছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি সোনাতলা গ্রামের মৃত আউয়াল মিয়া ছেলে মো. জামাল মিয়াকে গ্রেফতার করেন।
গ্রেফতারে সতত্যা নিশ্চিত করে থানার এএসআই ভোলানাথ সাহা জানান, ডবল সিআর মামলার পলাতক সোনাতলা গ্রামের মৃত আউয়াল মিয়া ছেলে মো. জামাল মিয়াকে গ্রেফতার করেছিল। গ্রেফতারকৃত আসামীকে শনিবার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হবে।
Leave a Reply