বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আর্ত মানবতায় সামাজিক কাজে নিয়োজিত সুনামধন্য সামাজিক সংগঠন রানীগঞ্জ ফ্রেন্ডস্ ক্লাবের পক্ষ থেকে রানীগঞ্জ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শেখ ছদরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারী) সংবর্ধনা পূর্বক আলোচনা সভায় ফেন্ডস্ ক্লাবের সভাপতি জুনায়েদ আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফখরুল ইসলামের পরিচালায় সভার শুরুত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রানীগঞ্জ মাদ্রাসার শিক্ষার্থী মো: হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য রাখেন অত্র ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক সুজন আহমদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়নের নবনিবার্চিত চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেন্ডস্ ক্লাবের যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন দাতা সদস্য খালেদ আহমদ, অত্র ক্লাবের উপদেষ্টা সদস্য সালেহ আহমদ। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ক্লাবের দাতা সদস্য মিজানুর রহমান, রানীগঞ্জ স্পোর্টিং ক্লাবের সভাপতি সুলেমান মিয়া, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি ইসলাম আলী প্রমুখ।
এ সময় অত্র ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক রাজিব আহমদ, প্রতিষ্ঠাতা সদস্য আবেদুর রহমান হাবিব, সমাজ সেবক রাজিব আহমদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আলোচনা সভাশেষে নবনির্বাচিত চেয়ারম্যান ও যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সদস্যকে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।
Leave a Reply