বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ২১ শে ফেব্রæয়রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন, জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সকল শহীদের স্বরণে স্থানিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধান্জলি জ্ঞাপন করেছে।
সোমবার (২১শে ফেব্রæয়ারী) সকাল ১১টা জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল বীর শহীদের স্বরণে স্থানিয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে এবং শোক র্যালি করেছে। শোক র্যালীটি জগন্নাথপুর পৌর শহরের পৌর পয়েন্ট থেকে শুরু হয়ে স্থানিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানিয় মুক্তিযাদ্ধা পয়েন্টে এসে জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে পথ সভা করেছে। পথসভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপি, জগন্নাথপুর পৌর বিএনপির নেত্রীবৃন্দ সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেত্রীবৃন্দ।
র্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গে ও সহযোগি সংগঠনের নেতা কর্মী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কর্মীবৃন্দ। পথসভায় সভাপতি বক্তব্যে আবু হোরায়রা সাদ মাষ্টার মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সহ সকল বীর শহীদের প্রতি জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে সকল বীর শহীদের মাগফিরাত কামনা করেছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দাবী জানিয়েছেন এবং খালেদা জিয়াকে অনতিবিলম্ব বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার দাবী জানিয়েছেন।
Leave a Reply