বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে আর্তমানবতায় সামাজিক কাজে নিয়োজিত সামাজিক সংগঠন গন্ধর্ব্বপুর কল্যাণপাড়া পরিষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারী) বিকালেগন্ধর্ব্বপুর কল্যাণপাড়া পরিষদের সভাপতি হাজী ফারুক মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের অর্থ সম্পাদক সুজাত আলীর পরিচালনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য ফজলু মিয়া, সংবর্ধিত অতিথির লেবু মিয়া, খালেদ আহমেদ, আবু হোসেন, সদস্য জুনেদ মিয়া, সাইদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিদের সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তাগন বলেন, অত্র ইউনিয়নে সুনামের সহিত বিভিন্ন সময় গরিব, দু:খী,মেহনতী মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। বিশেষ করে করোনা বন্যা সহ জনসাধারনের কাছে থেকে কাজ করে যাচ্ছে এই সংগঠন। প্রবাসে থেকেও দেশ ও দশের জন্য কাজ করে যাচ্ছেন প্রবাসী ভাইয়েরা। বক্তাগন আগামী দিনে জনসাধারনের কাজ থেকে কাজ করবেন এই আশা ব্যক্তকরেন।
Leave a Reply