বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর শাহজালাল (রঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক সামছুল ইসলাম এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ১১ শিবগঞ্জ বাজার জগন্নাথপুর রাস্তার পাশে কুবাজপুর শাহজালাল (রঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক ছাত্র ও এলাকারবাসী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদ্রাসার দারুন খেরাতের প্রধান ক্বারী মওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে মাদ্রাসার ছাত্র বোরহান উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, এলাকার মুরব্বি আনফর উল্লাহ, মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল রব, মো. জুয়েল মিয়া, প্রবাসী দুলা মিয়া, খালিছ মিয়া, আনোয়ার হোসেন, জমির মিয়া, মওলানা রফিকুল ইসলাম, সুলোইমান আহমেদ, মাওলানা আবু সুফিয়ান, আব্দুল বাছিত সুমন প্রমুখ।
বক্তব্যে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, গত ২০ এপ্রিল বিকালে উপজেলার কুবাজপুর শাহজালাল (রঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক সামছুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই আহত শিক্ষকের ভাই শাহ আলম বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পরও পুলিশ দুই জনকে গ্রেফতার করেন। হামলাকালে বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বাকি হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
উল্লেখ্য কয়েকজন সহযোগি নিয়ে বুধবার (২০ এপ্রিল) সন্ধায় শিক্ষকের ওপর হামলা চালায়। এ ঘটনায় শিক্ষক কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ হামলাকারী ছাত্র সহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মারজান মিয়া (১৬) ও একই এলাকার আনছার মিয়া (২৫)।
Leave a Reply