বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন রানীগঞ্জ ফ্রেন্ডস্ ক্লাব গরিব, দু:খী মেহনতী মানুষের সেবার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি অত্র ক্লাবের আজীবন দাতা, দাতা সদস্য, প্রতিষ্টাতা সদস্য সহ বিভিন্ন গুণিজনকে সংবর্ধনা দিয়ে আসছে।
মঙ্গলবার (১৯জুলাই) বিকালে ক্লাবের অফিসে ফ্রেন্ডস্ ক্লাব যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন দাতা সদস্য সমাজসেবক হাজী তকলিছ মিয়াকে সংবর্ধনা প্রদানের পূর্বে আলোচনা সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মো. কাসেম আলী তালুকদারের সভাপতিত্বে ও সহ-সাধারন সম্পাদক মো. সুজন আহমেদ এর পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফ্রেন্ডস্ ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাহেদ আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুর রাহীম। প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রেন্ডস্ ক্লাব যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন দাতা সদস্য সমাজসেবক হাজী তকলিছ মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রেন্ডস্ ক্লাবের উপদেষ্টা সদস্য ও আজীবন দাতা সদস্য মো. সালেহ আহমেদ, ক্লাবের উপদেষ্টা সদস্য রাজিব তালুকদার, মো.গোলাম সারোয়ার, ক্লাবের আজীবন দাতা সদস্য মো. মিজানুর রহমান, রানীগঞ্জ স্পোটিং ক্লাবের সভাপতি মো. সুলেমান মিয়া। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ফ্রেন্ডস্ ক্লাবের সহ সভাপতি মো. শিপন আহমেদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও অর্থ সম্পাদক মো. রুবেল আহমেদ, ক্লাবের সহ-অর্থ সম্পাদক আলমগীর হোসেন, ক্লাবের শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদক সৈয়দ মন্তাজ আহমেদ, ক্লাবের সম্মানিত সদস্য কাওছার আহমেদ ও জুবেদ আলী সহ আরো অনেকেই। আলোচনা সভা শেষে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
Leave a Reply