1. jagannathpurdak@gmail.com : admin :
  2. lal.sjp45@gmail.com : Lal Sjp : Lal Sjp
  3. sharuarpress@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
  4. statutoryaubree@puabook.com : :
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন

জাতীয় পার্টির সকল পদ হারালেন মশিউর রহমান রাঙ্গা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৭ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ::

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ সহ সকল পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেয়া হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের গঠতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ-পদবী থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেন।
ইতিমধ্যে এই আদেশ কার্যকর করা হয়েছে বলে জানানো হয়।’

পরিবহন মালিক সমিতির নেতা মশিউর রহমান রাঙ্গা রংপুর-১ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন। বর্তমানে জাতীয় সংসদে বিরোধী দলীয় চীপ হুইপের আসনে অধিষ্ঠিত রয়েছেন ।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ জীবিত থাকাকালে ২০১৮ সালে তাকে দলের মহাসচিব করেছিলেন।
পরবর্তীতে তিনি নানা বিতর্ক সৃষ্টি করলে মহাসচিব পদ থেকে অব্যাহতি প্রদান করেন দলের বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
তবে দলে বিতর্কিত নানা কর্মকান্ডে জড়িয়ে পড়ায় দলের প্রেসিডিয়াম সদস্য পদ সহ সকল পদ হারাতে হলো জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গাকে। এমনটাই বলেছেন পার্টির অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD