স্টাফ রির্পোটার :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভাইরাস জনিত সংক্রমণের কারণে হটাৎ (চোখ উঠা) রোগের পাদুর্ভাব দেখা দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিশু সহ নানা বয়সের মানুষ।
এদিকে রোগের প্রকোপ চরমভাবে বৃদ্ধি পাওয়ায় কোথায়ও খুঁজে মিলছেনা চোখের ড্রপ।
অভিযোগ রয়েছে, এই রোগ বৃদ্ধি পাওয়ায় এক শ্রেণীর অসাধু ফার্মেসি ব্যবসায়ী ঔষধের সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুল্য আদায় করছে।
তবে ফার্মেসী ব্যবসায়ীরা কেউ কেউ বলেছেন ভাইরাস জনিত (চোখ উঠা) রোগ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে এই ড্রপ জাতীয় ঔষধ সংকট দেখা দিয়েছে।
তারা বলছেন, কোম্পানির লোক না আসায় এই ড্রপ জাতীয় ঔষধের সংকট পড়েছে।
শনিবার পৌর শহরের জগন্নাথপুর বাজারের উদয়ন ফার্মেসী, সেবা ফার্মেসী, হোসেন ফার্মেসী, জগন্নাথপুর বাসস্ট্যান্ডে ফ্রেন্ডস ফার্মেসী, হাসপাতাল পয়েন্টের ইসলাম ফার্মেসী, আল- আমিন ফার্মেসী ও রেজিয়া ফার্মেসীতে ঘুরে চোখের ড্রপ পাওয়া যায়নি।
অনেকেই চোখের ড্রপ না পেয়ে হতাশ হয়ে বাড়িতে ফিরে যান।
ডাক্তারদের অভিমত, ভাইরাস জনিত কারণে হটাৎ চোখ উঠা রোগের পাদুর্ভাব দেখা দিয়েছে।
সবাইকে টিউবওয়েল এর পানি দিয়ে বার বার চোখ ধৌত করারও পরামর্শ দেন।
Leave a Reply