স্টাফ রির্পোটার :
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ সদর উপজেলার ১০ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে সদস্য নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র জননেতা মনির উদ্দিন মনির।
সোমবার (১৭ অক্টোবর) সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ।
নির্বাচনে মনির উদ্দিন মনির তালা প্রতীকে ৭৭ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী শান্তি মিয়া হাতি প্রতীকে পান ৫৫ ভোট।
নির্বাচিত সদস্য মনির উদ্দিন মনির রাজনীতির পাশাপাশি সামাজিক অঙ্গনেও তার ব্যাপক পরিচিতি রয়েছে।
তিনি পৌর কাউন্সিলর থাকাকালে অত্যান্ত সুনামের সহিত প্যানেল মেয়রের দায়ীত্ব পালন করেন।
একজন ন্যায় পরায়ন ও সাদামনের মানুষ হিসাবেও সর্বস্থরে পরিচিত তিনি।
এককালের তুখোড় যুবনেতা মনির উদ্দিন এবার জনগণের ভালবাসায় সিক্ত হয়ে জেলা পরিষদ সদস্যের আসনে অধিষ্ঠিত হলেন।
নবনির্বাচিত সদস্য মনির উদ্দিন মনির ডাককে বলেন, আমি অতীতে জনপ্রতিনিধি হয়ে পৌর নাগরিকদের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছি।
উন্নয়ন করতে হলে একটা প্লাটফর্ম প্রয়োজন হয়।
তাই জনগণের দোয়া ও জনপ্রতিধিদের সহযোগিতায় জেলা পরিষদ সদস্য পদে নির্বাচিত হয়েছি।
আশাকরি মানুষের ভার্গোন্নয়নে কাজ করতে পারবো।
আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় আমি ভোটারদের কাছে কৃতজ্ঞ ।
এদিকে বিভিন্ন মহলের ন্যায় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনিরকে অভিনন্দন জানিয়ে, ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জগন্নাথপুরের ডাক এর সম্পাদক ও প্রকাশক জহিরুল ইসলাম লাল মিয়া।
এক বার্তায় তিনি নব-নির্বাচিত সদস্য মনির উদ্দিনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে যোগ্য প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply