1. jagannathpurdak@gmail.com : admin :
  2. lal.sjp45@gmail.com : Lal Sjp : Lal Sjp
  3. sharuarpress@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
  4. statutoryaubree@puabook.com : :
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ভোটযুদ্ধে প্রার্থীরা : আমেজ নেই ভোটারদের

  • আপডেটের সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৬৯ দেখা হয়েছে

 

জহিরুল ইসলাম লাল ::

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮ টা থেকে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে ।
তবে কেন্দ্রগুলিতে ভোটারের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি।
ভোটারদের মধ্যে কোন আমেজ বা উৎসাহ উদ্দীপনা নেই বললেই চলে।
সকাল ১২ টায় পৌর শহরের গুরুত্বপূর্ণ কেন্দ্র জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ও ইকড়ছই জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ঘুরে দেখা যায়, কেন্দ্রের অধিকাংশ বুথগুলি ভোটার শূন্য।

বিশেষকরে এই প্রথম উপজেলা নির্বাচনে ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ায় বয়স্ক ভোটাররা পড়েছেন ভোগান্তিতে।
ইভিএম মেশিনে আঙুলের চাপ না নেওয়ায় অনেকেই কেন্দ্র থেকে ফিরে আসেন।

স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ২য় তলার একটি বুথে কাজ না করায় কিছুক্ষন মেশিন বন্ধ ছিল ফলে ভোটদান থেকে অনেকেই বাড়ীতে ফিরে যান।
পরে অবশ্য মেশিনটি সচল করা হয়।
অভিযোগ রয়েছে, ভোটার লিস্টে গরমিল গড়মিল দেখা দিয়েছে । অনেক খুঁজাখুজির পরও ভোটার লিস্টে নাম পাচ্ছেন না অনেকেই।
উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি তেমন না থাকায়, ভোট কাস্টিং কম হওয়ার আশংকা করছেন সচেতন ভোটাররা।

৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৩৯ জন।
এরমধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৩শ ২৩ ও মহিলা ভোটার ৯৩ হাজার ৭শ ১৬ জন।
ভোট কেন্দ্র রয়েছে ৮৯টি, ৫শ ২৯টি বুথে ভোট গ্রহণ একযোগে অনুষ্ঠিত হয়েছে ইভিএমে।
এ পর্যন্ত শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন চলছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তবে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রগুলিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সমন্নয়ে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী রয়েছেন।
প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আকমল হোসেন (নৌকা), উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুক্তাদীর আহমেদ মুক্তা (আনারস), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান (মোটরসাইকেল), জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী, যুক্তরাষ্ট্র প্রবাসী তালহা আলম (খেজুরগাছ), আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী আব্বাস চৌধুরী লিটন (ঘোড়া) ।

ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র (তালা), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন (মাইক) স্বতন্ত্র প্রার্থী সাবেক কৃতি ফুটবলার সৈয়দ তুহেল মিয়া (টিউবওয়েল), বিএনপি নেতা আব্দুল মতিন লাকী (টিয়াপাখি) ও উপজেলা যুবলীগের সহ সভাপতি সালেহ আহমদ (চশমা)।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন, তারা হলেন, সুফিয়া খানম সাথী (ফুটবল), রীনা বেগম (কলস), সেলিনা বেগম (হাঁস)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD