স্টাফ রির্পোটার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৬ জানুয়ারী) উপজেলা সদরের প্রাণ কেন্দ্র ডাকবাংলো রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের ৬ বারের নির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া।
সভা পরিচালনা করেন নবনির্বাচিত সাধারন সম্পাদক গোবিন্দ দেব।
এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার, কোষাধ্যক্ষ আলী হোসেন খাঁন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, কার্যকরী পরিষদের সদস্য শাহ এসএম ফরিদ।
এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সদস্য দুলন মিয়া, মাষ্টার আশরাফুল আলম প্রমুখ ।
সভায় বক্তারা বলেন, জগন্নাথপুর প্রেসক্লাবের দু’বছর অন্তর- অন্তর কমিটি গঠন হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবং গঠনতন্ত্র মোতাবেক ২০২৩ সালের ১ লা জানুয়ারি জাতীয় পত্রিকায় কর্মরত প্রতিনিধিদের সমন্নয়ে প্রেসক্লাবের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়।
কমিটি গঠনের পর থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও সুশীল সমাজ সহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ জগন্নাথপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানান। যা ফেইসবুক মাধ্যমে ব্যাপক সাড়া পাওয়া যায়।
সভার শুরুতেই তাদের প্রতি সম্মান জানিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় কার্যনির্বাহী পরিষদের সকল সম্মানিত সদস্যদের প্রস্তাবের ভিত্তিতে প্রয়াত সাংবাদিকদের স্বরণে স্বরণসভা সহ সংগঠনকে আরো বেগবান ও ক্লাবের উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
পরে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপির সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply