স্টাফ রির্পোটার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই দিন ব্যাপি সায়রাতমহাল ব্যবস্থাপনা (ভূমি) বিষয়ক প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন হয়েছে।
উপজেলা পরিষদের আয়োজনে, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় ২৫ ও ২৬ জানুয়ারী দুই দিনব্যাপি এ প্রশিক্ষন কর্মশালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেল ৪ টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম।
তিনি বলেন, ভূমি মন্ত্রনালয় কাজের মাধ্যমে ডায়ানামিকের ভূমিকা পালন করে যাচ্ছে। অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে ভুমি মন্ত্রনালয় যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছে। আশা করি আগামীতে ভূমি জঠিলতা আর থাকবেনা।
সরকার ই-নামজারীর মাধ্যমে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শেখার কোন বয়স বা শেষ নাই। এই কর্মশালার মাধ্যমে মানুষ অবশ্যই উপকৃত হবে।
ভূমি সংক্রান্ত এ তথ্যটা মানুষের মধ্যে যদি ছড়িয়ে দেয়া যায়, তাহলে সফলতা আসবেই। তিনি আরো বলেন, যে কোন দপ্তরে গেলে সে সম্পর্কে যদি অভিজ্ঞতা থাকে তাহলে কেউ আমাদের ঠকাতে পারবেনা।
তিনি সহযোগিতাকারী প্রতিষ্ঠান ও আয়োজকদের ধন্যবাদ জানান।
প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী,
আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ূম মোশাহিদ, উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস, সহকারী শিক্ষা অফিসার মাসুম বিল্লাহ, হারুন অর রশীদ, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, সাংবাদিক আব্দুল হাই, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, শিক্ষক আজহার উদ্দিন, রুহুল আমিন, সাদিকুর রহমান সাদী, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য-সদস্যাবৃন্দ।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, জগন্নাথপুর সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শামসুল হুদা সোহেল,
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির লিপটন তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ের গোপনীয় সহকারী (সিএ) মোঃ মিজানুর রহমান, রানীগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ হাফিজ উদ্দিন প্রমূখ।
Leave a Reply