স্টাফ রির্পোটার :
সুনামগঞ্জের জগন্নাথপুরে মরহুম শাহ মোঃ মছদ্দর আলী, মরহুমা সুনাই বিবি ও সকল মুর্দেগানদের স্মরণে পরিবারের পক্ষ থেকে ৭ম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারী) বেলা ২ ঘটিকা হইতে মধ্যরাত পর্যন্ত জগন্নাথপুর (আলিয়াবাদ) মোকাম বাড়ি প্রাঙ্গঁনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বয়ান পেশ করেন
হাজী সমসর আলী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা হাফিজ ক্বারী সাজ্জাদুর রহমান বিপ্লবী।
বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হযরত মাওলানা ক্বারী আলহাজ্ব আব্দুল মালেক।
প্রধান বক্তা হিসাবে বয়ান পেশ করেন জগন্নাথপুর পুরাতন জামে মসজিদের ইমাম হযরত মাওলানা হাফিজ তারিছ আলী।
বিশেষ বক্তা হিসাবে বয়ান পেশ করেন জগন্নাথপুর আল মদিনা জামে মসজিদের ইমাম হযরত মাওলানা হাফিজ আবু বকর সিদ্দিক।
মাহফিলে পর্যায়ক্রমে সভাপতিত্ব করেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, মরহুম শাহ মছদ্দর আলী ও মরহুমা সুনাই বিবির উত্তরসূরি মোঃ মোশাহিদ আলী, মোঃ আব্দুস শহিদ।
মাহফিল পরিচালনায় ছিলেন, হাফিজ আক্তার হোসেন ও মোঃ কামরুল ইসলাম।
উক্ত বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিলে
মোঃ আবাছ আলী, কদ্দুছ আলী, তখলুছ মিয়া, আজাদ মিয়া, ছামির আলী, গুলজার হোসেন, দুদু মিয়া ও এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ সহ নানা শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply