স্টাফ রির্পোটার :
সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত ৩৬ নং ওয়ার্ডের বায়তুল আখেরাহ জামে মসজিদ পয়েন্টে আল-ইসলাহ্ একতা কল্যাণ সংস্থার অফিস উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ মে) রাত ৯ টায় ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন আল-ইসলাহ্ একতা কল্যাণ সংস্থার পৃষ্ঠপোষক,বিশিষ্ট সমাজ সেবক ও মানবতার ফেরিওয়ালা শেখ সফিক উদ্দিন।
একতা কল্যাণ সংস্থার আহবায়ক মোঃ হেলু আহমেদ এর সভাপতিত্বে, সংস্থার সদস্য সচিব ফয়জুর রহমান ফয়েজ ও সিনিয়র সদস্য সচিব মাওলানা মাছুমুর রহমান মাছুম এর সঞ্চালনায়
কোরআন তেলাওয়াত করেন সংস্থার সদস্য হোসাইন আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আশফাক জামান, এডভোকেট মুহিবুর রহমান, আতাউর রহমান, হোসাইন আহমেদ, সাবু আহমেদ, বায়তুল আখেরাহ জামে মসজিদের সেক্রেটারি শামীম আহমেদ, টুলটিকর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার বদর উদ্দিন খান বাবুল, সাজ্জাদ মিয়া প্রমূখ অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন মঈন মিয়া, সজল মিয়া, শিরু মিয়া,রিয়াজ মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, সমাজকল্যাণ সংস্থার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন করা সম্ভব।
নিজ নিজ অবস্থান থেকে এলাকার গরীব দুঃখী অসহায় মানুষের জন্য আমাদের কাজ করতে হবে।
বক্তারা বলেন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষনিক কাজ করবে আল-ইসলাহ্ একতা কল্যাণ সংস্থার সদস্যরা।
যে সমাজে সেচ্ছাসেবী সামাজিক সংস্থা বা সংগঠন থাকে, সেই সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড কম হয়। সমাজের শিশু-কিশোর ও তরুণরা মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূর থাকে, আল- ইসলাহ্ একতা কল্যাণ সংস্থার সকল সদস্যদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সংস্থার প্রধান পৃষ্ঠপোষক শেখ সফিক উদ্দিন ও তাঁর পরিবার বর্গের জন্য দেশবাসীর কাছে দোয়ার দরখাস্ত করা হয়।
পরে বায়তুল আখেরাহ জামে মসজিদের ইমাম দেশ ও জাতীর উদ্দেশ্যে মোনাজাত করেন।
Leave a Reply