স্টাফ রির্পোটার ::
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৪ জুলাই) জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা সদর জামে মসজিদে মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।
পরে বিকেল আড়াই টায় উপজেলা সদরের ডাকবাংলো রোডস্থ দলের অস্থায়ী কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউকে বাংলা টিভির চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব তৌফিক আলী মিনার।
জাতীয় পার্টি নেতা মোঃ ফিরোজ মিয়ার কোরআন তেলাওয়াত ও উপজেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক ও উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মোঃ রফিক উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ দিলু মিয়া, জাতীয় পার্টির প্রবীণ নেতা আতাউর রহমান আলতাব, পৌর জাপা নেতা বারিক উল্ল্যা, ছোরাব উল্লা, আব্দুশ শহীদ, আকলিছ আলী, উপজেলা জাতীয় উলামা পার্টির আহবায়ক ক্বারী শাহ মোঃ শানূর আলী, উপজেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক রুপন আহমদ, সামছুল হক, মুক্তার আলী, আব্দুল মতিন, যুব সংহতির জাবেদ মিয়া, আলিফ মিয়া, সাজ্জাদ মিয়া, চান মিয়া প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউকে বাংলা টিভির চেয়ারম্যান আলহাজ্ব তৌফিক আলী মিনার বলেন, জাতীয় পার্টির আমলে দেশের সর্বক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন হয়েছে বলে দেশের মানুষ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে পল্লীবন্ধু উপাধিতে ভূষিত করেছে। মানুষ এখন আওয়ামীলীগ ও বিএনপির কাছে নিরাপদ নয়, তাই জনগন জাতীয় পার্টিকে আবারও ক্ষমতার মসনদে বসাতে চায়।
তিনি আরো বলেন, জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে। জাতীয় পার্টি শক্তিশালী হলে জাপার বিজয় কেউ ঠেকাতে পারবে না।
তিনি জাতীয় পার্টিকে তৃনমূল পর্যায়ে শক্তিশালী করে আগামীতে একক নির্বাচনের মাধ্যমে সুনামগঞ্জ -৩ আসনের হারানো শক্তি পূনরায় ফিরিয়ে আনার লক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
আলোচনা সভার পূর্বে উপজেলা সদর জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে বিশেষ মোনাজাত পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আজমল হোসাইন জামী এবং আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে দোয়া পরিচালনা করেন মাওলানা নাছির উদ্দীন।
এ সময় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ সহ জাতীয় পার্টির স্থানীয় প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা এবং দেশ-জাতীর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply