1. jagannathpurdak@gmail.com : admin :
  2. lal.sjp45@gmail.com : Lal Sjp : Lal Sjp
  3. sharuarpress@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
  4. statutoryaubree@puabook.com : :
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন

বিশ্বনাথে ‘শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধবকুলতলা ধাম’র সংরক্ষন কমিটি গঠন

  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৩৬০ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নে বিষ্ণুপুর গ্রামস্থ ‘শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধবকুলতলা ধাম’ সংরক্ষণ কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) সিদ্ধবকুলতলা ধামের নাট মন্দির প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট প্রহল্লাদ চন্দ্র দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর দাস শংকুর পরিচালনায়

অনুষ্ঠিত সভায় ১ম অধিবেশনে শুরুতে গীতাপাঠ করেন শ্রীধর গোস্বামী ও সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক শংকর দাস শংকু।
পরে সকলের মতামতের ভিত্তিতে বিনা প্রতিদ্বন্ধীতায় সভাপতি হিসেবে অ্যাডভোকেট প্রহল্লাদ চন্দ্র দে ও সাধারণ সম্পাদক হিসেবে শংকর দাস শংকুকে পূণনির্বাচিত করা হয়।

সাধারণ সভায় এ সময় বক্তব্য রাখেন শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধবকুলতলা ধাম সংরক্ষণ কমিটির উপদেস্টা কমিটির সদস্য শান্ত গোস্বামী, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, সদস্য মুক্তিযোদ্ধা রনজিত ধর, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশ্বনাথ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহ সভাপতি রুপক কুমার দে, বর্তমান সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, সাবেক যুগ্ম সম্পাদক জয়ন্ত আচার্য্য, রুনু কান্ত দে, বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, জগন্নাথপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি সতিশ গোস্বামী, উপদেস্টা ডা. দিব্য রঞ্জন দেব, জগন্নাথপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিরা মোহন দে, সংগঠক শশী কান্ত গোপ, শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধবকুলতলা ধাম সংরক্ষণ কমিটির সহ সভাপতি ডা. গোবিন্দ দাশ, যুগ্ম সম্পাদক নেপাল কুমার দেব, সজল কুমার দেব, কমিটির কোষাধ্যক্ষ কালীরঞ্জন দেবনাথ, সাবেক কোষাধ্যক্ষ জিতেন দেবনাথ, বর্তমান সহ কোষাধ্যক্ষ নন্দ লাল বৈদ্য।

১ম অধিবেশনের পর ২য় অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
২য় অধিবেশন ধাম সংরক্ষণ উপদেস্টা কমিটির সদস্য শান্ত গোস্বামী’র সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ’র পরিচালনায় অনুষ্ঠিত হয়। ২য় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধীতায় দুটি পদে সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদককে পূণনির্বাচিত করা হয়।
তবে কোষাধ্যক্ষ পদে একাধিক প্রার্থী থাকায় উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে বোর্ড গঠন করা হয়।
এতে কোষাধ্যক্ষ পদে প্রার্থী ছিলেন নেপাল কুমার দেব, কালীরঞ্জন দেবনাথ ও জিতেন দেবনাথ।
কোষাধ্যক্ষ নির্বাচনের জন্য ১১ সদস্যের গঠিত সাবজেক্ট কমিটিতে ছিলেন মুক্তিযোদ্ধা রনজিত ধর রন, রজত কান্তি গুপ্ত, মানিক লাল দে, বিজন কুমার দেব, রুপক কুমার দে, জয়ন্ত আচার্য্য, জয়ন্ত কুমার দাস, শংকর চন্দ্র ধর, সতিশ গোস্বামী, গোবিন্দ দাশ, সুনীল দেবনাথ।
গঠিত সাবজেক্ট কমিটি সর্বসম্মতিক্রমে পূর্বের সাংগঠনিক দক্ষতা, কোষাধ্যক্ষ হিসাবে স্বচ্ছতা ও উপস্থিত জনসমর্থনের আলোকে কোষাধ্যক্ষ পদে কালীরঞ্জন দেবনাথকে পুনঃনির্বাচিত করা হয়।
এ সময় উপস্থিত সকলের ভালবাসায় সিক্ত হন সাবেক সফল কোষাধ্যক্ষ ও পূণরায় নির্বাচিত কোষাধ্যক্ষ ব্যবসায়ী কালীরঞ্জন দেবনাথ।
এ সময় তিনি আগামীর পথচলায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে সংগঠনকে আরো শক্তিশালী করণে নানা প্রত্যাশা ব্যাক্ত করেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিদ্ধবকুলতলা ধাম সংরক্ষণ কমিটির উপদেস্টা মন্ডলীর সদস্য করুণা চক্রবর্তী, বাচ্চু রায়, রমা কান্ত দাশ, অমর বর্ধন, অরুন দাশ, সহ সভাপতি সুবোধ রঞ্জন পাল, সদস্য অনাথ রাম বৈদ্য, করুনা বৈদ্য, নির্মল চন্দ্র দাশ, জোতিশ দাস, অকিল বৈদ্য, রঞ্জু মালাকার, প্রমোদ দেবনাথ, বিমল রায়, কেশব লাল দে, মানিক রায়, নন্দ লাল সরকার, মানিক দাশ, জয়ন্ত বৈদ্য, কানু রঞ্জন দেব, বাপ্পা দাশ, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন কুমার দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সহ সভাপতি বিজয় দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের সভাপতি অমিত দেব, সহ সভাপতি প্রবীর দে, সংগঠক নীলকান্ত রুন্দ্র পাল, নকুল বর্ধন, বিমল দেবনাথ, মুকুল ভট্টাচার্য্য, নান্টু লাল দাস, নিপেশ চন্দ, অরুন কুমার দাশ, রিপন লাল দেব, রিপন দাশ, পংকজ দেব, প্রদীপ চন্দ শীল, প্রবীর কান্ত দে, আশিষ চন্দ্র দেব, বিধান পাল, রিপন পাল, গৌরাঙ্গ সরকার, পলক তালুকদার, অমর চন্দ্র, পলক দেব, বকুল দাশ, রিপন চন্দ্র সাহা, কৃপেষ বিশ্বাস, মঞ্জু বিশ্বাস, পবন দেব, টিকলু দাশ, পলাশ লাল দে, রায় সরকার, স্বদেশ মালাকার, নুনু মালাকার, বকুল রায়, সুজন সরকার, বিধান রায়, নির্মল দেবনাথ, সুবীর দে, নিরেশ দাশ, অনিমেষ রুদ্রপাল, অমল দেবনাথ, সুদিপ্ত দেবনাথ, প্রদীপ চন্দ্র পাল, মদন রায়, অমর কুমার দাশ, শাওন দাস, উজ্জল দেবনাথ, সুমন চন্দ, কাজল চন্দ, নিটুল বৈদ্য, অলক দেব, পলাশ দেব, প্রনবীর দেবনাথ, দিপক দেবনাথ, সেবুল বৈদ্য, ইমন মালাকার, পলাশ লাল দেব, প্রকাশ বৈদ্য, নিধু সরকার, মতি সরকার, সুজিত রুদ্রপাল, ললিত রুদ্রপাল, রাখাল দেবনাথ, প্রশান্ত বাড়ৈ, নগেশ সরকার, কৃপেশ শীল, সেবুল বৈদ্য, জুয়েল মালাকার, রতন দাশ, অজিত চন্দ, হরেন্দ্র দেবনাথ, রবিন্দ্র দেবনাথ প্রমুখ।

এদিকে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে কমিটি গঠন উপলক্ষে নবীন ও প্রবীণদের মধ্যে যেন এক মিলনমেলায় পরিনত হয়। তবে বাড়তি আমেজ ছিল কোষাধ্যক্ষ পদ নিয়ে। সবার চোঁখ ছিল সেদিকে, কে হচ্ছেন সংগঠনের নব-নির্বাচিত কোষাধ্যক্ষ।
অবশেষে গুরুত্বপূর্ন এ পদটি নির্বাচনের মাধ্যমে আদায় করে বিজয়ের হাসি হাসলেন পরিক্ষিত সাবেক কোষাধ্যক্ষ কালী রঞ্জন দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD