স্টাফ রির্পোটার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে ১১টি মোটর সাইকেল আটক সহ ৩ মোটর আরোহীকে নগদ অর্থদন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১লা আগষ্ট) দুপুরে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে ও ট্রাফিক পুলিশের সার্জেন্ট টিপু সুলতানের সহযোগিতায় পুলিশ জগন্নাথপুর পৌর পয়েন্টে এক বিশেষ অভিযান পরিচালনা করে নিবন্ধন বিহীন মোটর সাইকেল, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ১১টি মোটর সাইকেলকে আটক করা হয় এবং ৩টি মোটর আরোহীকে নগদ অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময় আটককৃত ১১টি মোটর সাইকেল জগন্নাথপুর থানার হেফাজতে নিয়ে যাওয়া হয়।
এব্যাপারে মোটরযান আইনের বিভিন্ন ধারায় থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
Leave a Reply