স্টাফ রির্পোটার :
সুনামগঞ্জের জগন্নাথপুরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রুপ ভিত্তিক দিনব্যাপী কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় এর কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের আওতাধীন ২টি ইউনিয়ন থেকে প্রান্তিক পর্যায়ে বাছাইকৃত প্রকৃত প্রথম ব্যাচে মোট ৬০ জন কৃষককে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ এর অতিরিক্ত উপ-পরিচালক খামারবাড়ি (শষ্য) কৃষিবিদ মোহাম্মদ শওকত ওসমান মজুমদার।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এর সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শওকত ওসমান মজুমদার বলেন, প্রতিটি অনাবাদী ও পতিত জমি চাষের আওতায় আনতে হবে। ক্রমবর্ধমান জনসংখ্যার অনুপাতে উৎপাদন বাড়াতে প্রযুক্তি নির্ভর চাষাবাদের বিকল্প নেই। নতুন এই প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের উৎপাদন বৃদ্ধির প্রকল্প নেওয়া হয়েছে। তিনি স্মরনকালের বন্যা পুনর্বাসনে কৃষকদের সহযোগিতার আশ্বাস দেন।
Leave a Reply