গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেট জেলার গোলাপগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে।
আজ শনিবার (১১ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে এ ঘটনা ঘটে৷
খুন হওয়া বাচ্চু আহমদ (৩৫) দত্তরাইল গ্রামের আকদ্দুছ আলীর ছেলে।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের সঙ্গে বাচ্চু আহমদের বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে চাচাতো ভাই রেদওয়ান আহমদ রনির (৩০) দায়ের কোপে গুরুতর আহত হন বাচ্চু।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুদুল আমিন বলেন, এ ঘটনায় এখনও মামলা দায়ের করতে কেউ থানায় আসেনি ।
Leave a Reply