বিশেষ প্রতিনিধি::
মুখে বাঁশি নিয়ে দুহাত মেলে ধরে ঈশারায় সুনামগঞ্জের জগন্নাথপুরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। মানুষের চলাচলে যেন অসুবিধা না হয় এবং সড়কে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য মাঠে নেমেছেন তারা।
বুধবার (৭আগষ্ট) সকাল থেকে উপজেলা আনসার কমান্ডার রাকিবুর রহমান রাকিব ও আনসার সদস্য গোলজার আহমদ জগন্নাথপুরের প্রাণ কেন্দ্র পৌর পয়েন্ট এ ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। তারা জানায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের নির্দেশনা ট্রাফিক কন্ট্রোলে শহরের ব্যস্ততম মোড়ে তারা দায়িত্ব পালন করছেন।
জনগণের ন্যায়সঙ্গত দাবির প্রতি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সব সময় শ্রদ্ধাশীল। জনগণের পাশে থেকে জনবাহিনী হিসেবে এ বাহিনী সব সময় কাজ করে যাচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় নিয়োজিত আনসার সদস্যদের সহযোগিতার আহবান জানান তারা।
Leave a Reply