স্টাফ রির্পোটার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মারামারি মামলার প্রধান আসামি এখলাছুর রহমান নিক্সনকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
আসামি নিক্সন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা দেন বিজ্ঞ আদালত ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে এখলাছুর রহমান নিক্সন এর বিরুদ্ধে জিআর (জগন্নাথপুর) ৯৩ ও ২৬/২৪ ইং দুটি মামলা আদালতে চলমান রয়েছে।
সম্প্রতি উক্ত মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন আমলী আদালত।
আজ মঙ্গলবার (২৭ আগষ্ট) বিকেলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী এখলাছুর রহমান নিক্সন দাপটের সাথে থানা এলাকায় ঘুরাঘুরি করে।
এমন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এস আই সামছুল আরেফিনের নেতৃত্বে, এ এস আই হাছান তাকে আটক করে।
গ্রেফতারের পরপরই তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়।
মামলার বাদী জয়নাল আবেদিন বলেন, এখলাছুর রহমান নিক্সন আইনের প্রতি তোয়াক্কা না করে এলাকায় গায়ের জোরে চলাফেরা করে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সে এলাকায় প্রতিনিয়ত ত্রাস সৃষ্টি করে আসছে।
তাদের বিরুদ্ধে থানায় ও আদালতে একাধিক মামলা রয়েছে।
নিক্সন ও তার ভাই শিপন সহ চার্জশীটভুক্ত আসামিরা এলাকায় একের পর এক পরিকল্পিত ও সন্ত্রাসী কর্মকান্ড করে যাচ্ছে।
ইতিমধ্যে অনেক নিরিহ মানুষ তাদের দ্বারা হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
এরই ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply