স্টাফ রির্পোটার ::
একটি বাক প্রতিবন্ধী ও অসহায় মেয়ের সন্ধান চেয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান।
জানা গেছে, এই বোবা মেয়ের বয়স অনুমান ১৪ বছর, গায়ের রং ফর্সা, মেয়েটি সিলেট কিং ব্রীজের সিএনজি স্টেন্ড থেকে গত মঙ্গলবার জগন্নাথপুর গামী একটি সিএনজিতে উঠে। জগন্নাথপুর এসে সিএনজি ড্রাইভার মেয়েটিকে বোবা দেখে চরম বেকায়দায় পড়েন।
একপর্যায়ে পৌর পয়েন্টের জগন্নাথপুর পৌর ভবনে অবস্থানরত সেনা ক্যাম্পে এই বোবা মেয়েটিকে নিয়ে যাওয়া হলে সেনা কর্মকর্তা তাকে থানায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
সাথে সাথে বোবা মেয়েকে জগন্নাথপুর থানায় নিয়ে যাওয়া হলে মেয়েটির সন্ধান চালায় জগন্নাথপুর থানা পুলিশ।
থানা হেফাজতে থাকা বোবা মেয়েকে সুরক্ষা নিশ্চিত করে থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করলে মেয়েটি ইশারা ইঙ্গিত ছাড়া আর কিছুই বলতে পারেনি।
পরে সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল, সুনামগঞ্জ) শুভাশীষ ধর এর নির্দেশে ও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুর রহমানের দিক নির্দেশনায় রাতভর সম্ভাব্য সকল স্থানে খুঁজাখুজি করেও তার সন্ধান বা কোন তথ্য পাওয়া যায়নি।
অবশেষে আজ বুধবার (২৮ আগষ্ট) মেয়েটিকে জগন্নাথপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিলাল হোসেনের নিকট হস্তান্তর করা হয়।
বর্তমানে এই বোবা মেয়েটি সমাজ সেবা অধিদপ্তরের হেফাজতে রয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুর রহমান বলেন, মেয়েটি বাক প্রতিবন্ধী হওয়ার কারণে কিছুই বলতে পারছেনা।
আমরা যথাসাধ্য চেষ্টা করেও কোন সন্ধান মেলাতে পারিনি।
নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য তাকে সমাজ সেবা অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এটা একটি মানবিক বিষয়, বিধায়
এই মেয়েটির সন্ধানে সকলকেই এগিয়ে আসা উচিৎ।
Leave a Reply