ডেস্ক রিপোর্ট::
অনুমোদন বিহীন ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে চুয়াডাঙ্গার জীবননগরে রিপন স্টোর নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার দুপুরে জীবননগর পান বাজারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসাবে জীবননগর উপজেলার পেয়ারাতলা ও পান বাজার এলাকায় অভিযানে রাইচ মিল, চাউলের আড়ৎ, শিশু খাদ্যসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় মেসার্স রিপন স্টোর নামক প্রতিষ্ঠানকে পুর্বে সতর্ক করা সত্ত্বেও অ-অনুমোদিত নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্যবিহীন পণ্য ও শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক ব্যবসায়ী মো: সালাউদ্দিন রিপনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪১ ধারায় ২০হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় আরও কিছু প্রতিষ্ঠান তদারকি করা হয়।
সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়।
রাইচ মিল ও চাউলের আড়তে তদারকিতে চাউলের মুল্য ও মজুদ পরিস্থিতি যাচাই করা হয়।
অবৈধ মজুদ ও অযাচিত মূল্যবৃদ্ধির বিষয়ে সবাইকে সতর্ক করা হয়।
এ সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply