স্টাফ রির্পোটার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পক্ষ থেকে দেশ ও প্রবাসীদের দেয়া অনুদানের টাকায় কেনা উপহার সামগ্রী দেশের বিভিন্ন এলাকায় বন্যা দূর্গত মানুষের মাঝে বিতরন করা হয়েছে।
বাড়ি বাড়ি গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন জগন্নাথপুরের ছাত্র সমাজ।
জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যায় আক্রান্ত মানুষের জন্য জগন্নাথপুরের ছাত্র সমাজ উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও প্রবাসীদের কাছ থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আর্থিক অনুদান সংগ্রহ করেন।
সেই আমানত রক্ষায় শিক্ষার্থীরা গত তিন দিন ধরে ফেনী জেলার সদর উপজেলার পাইকগাছা ইউনিয়নের আস্কর ও ভাস্কর্য গ্রামসহ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাজির হাট, সোনাইমুড়ি উপজেলার দুর্গম অঞ্চল অম্বরনগর সহ বিভিন্ন গ্রাম ও আশ্রয় কেন্দ্রগুলোতে নিজ হাতে এই উপহার সামগ্রী বন্যা আক্রান্ত মানুষের মাঝে বিতরণ করেন।
বিতরণকালে ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মোঃ আলি আকবর, ঝুমেন আহমদ, তাহের আল হামিদ, মোঃ শাহিনুর রহমান, নুর আলম জনি, মোঃ মুরাদ আহমদ, কামরুল ইসলাম, শাহরিয়ার নাফিজ জিতু, ইয়াকুব মিয়া প্রমূখ।
Leave a Reply