1. jagannathpurdak@gmail.com : admin :
  2. lal.sjp45@gmail.com : Lal Sjp : Lal Sjp
  3. sharuarpress@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
  4. williamgeorgey0z@yandex.com : :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন উপলক্ষে আলোচনাসভা আগামি ১৪ সেপ্টেম্বর জগন্নাথপুরে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীসভা আওয়ামীলীগ সরকার ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছিল –মামুনুল হক স্বাস্থ্যসেবায় জেলার প্রথম স্থান অর্জন করলো জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কারের জন্য সরকারকে সহায়তা দিতে প্রস্তুত জাপা –জি এম কাদের মৌলভীবাজারে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিলে গ্রাহকরা দিশেহারা জগন্নাথপুরে’র ছাত্র সমাজের উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ জগন্নাথপুরে’র ছাত্র সমাজের উদ্যোগে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ নকল শিশু খাদ্য বিক্রি’র অপরাধে ব্যবসায়ীকে জরিমানা জগন্নাথপুরে প্রধান শিক্ষক মনিরুলের বিরুদ্ধে স্কুল ফাঁকি সহ নানা অভিযোগ

মৌলভীবাজারে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিলে গ্রাহকরা দিশেহারা

  • আপডেটের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৫ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ::

৫ আগস্ট দেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়েছে। ইতিহাসে নাড়া দেয়ার মতো এমন ঘটনার প্রেক্ষিতে সারাদেশের মতো মৌলভীবাজার জেলার মানুষও পেয়েছে স্বস্থির নিঃশ্বাস।
ঠিক এর দুসাপ্তাহ পর জেলায় দেখা দেয় বন্যার প্রার্দুভাব। জেলা জুড়ে তৃতীয় দফায় স্মরণকালের ভয়াবহ বন্যার তান্ডবে যখন সাধারণ মানুষ বিপর্যস্ত ঠিক তখনই যেন মরার উপর খাড়ার ঘা এর মতো আরেক দুভোর্গ নাজিল হয়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন-যাত্রায়।
একদিকে দ্রব্য মূল্যে’র সীমাহীন ঊর্ধ্বগতী , আরেকদিকে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিলের খড়গ। অবশ্য এটি নতুন কিছু নয়, পল্লী বিদ্যুতের ভুতুরে অস্বাভাবিক বিলের অভিযোগ গ্রাহক পর্যায়ে অনেক পুরনো। তবে এবার অতীতের সব অভিযোগের মাত্রা পেরিয়ে গেছে। অস্বাভাবিক বিলে বেড়েছে গ্রাহকদের ক্ষোভের মাত্রা।

সূত্রে জানা যায়, চলতি আগস্ট মাসে সবচেয়ে বেশি অস্বাভাবিক বিলের খড়ক নেমেছে জেলা সদর ও কমলগঞ্জ উপজেলায়। কয়েকদিন আগে গ্রাহকরা জানতে পারেন, গত জুলাই মাসের থেকে চলতি আগস্ট মাসে বিল এসেছে অস্বাভাবিক পর্যায়ে। এমন অভিযোগে বেশ কিছু গ্রাহকের বিলের কপি এসেছে এ প্রতিবেদকের হাতে।
এতে দেখা যায়, মুহন আহমদ নামে এক গ্রাহকের জুলাই মাসের বিল এসেছে যেখানে ১ হাজার ৫শত টাকা সেখানে তিনগুণ বেড়ে আগস্ট মাসে এসেছে ৪ হাজার ২শত টাকা। আবার অন্য আরেক গ্রাহকের বিলে দেখা গেছে যেখানে জুলাই মাসে এসেছে ৫শত টাকা সেখানে আগস্ট মাসে চারগুণ বেড়ে বিল দাড়িয়েছে ২হাজার ৪শত টাকারও বেশি। এভাবেই অসংখ্য গ্রাহকের বিলে দেখা গেছে জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে বিল এসেছে ৩ থেকে ৪ গুন পর্যন্ত।
বিলের এই অসামাঞ্জস্যতার সত্যতা অনেক গ্রাহকের বিলের কপি থেকে পাওয়া গেছে।
অভিযোগের সমাধান পেতে প্রতিদিনই ভুক্তভুগি গ্রাহকরা ভিড় জমাচ্ছেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল কার্যালয়ে। সেখানে অস্বাভাবিক বিলের অভিযোগ নিয়ে গেলেই বেশিরভাগ ক্ষেত্রেই কর্মকর্তারা বলছেন মিটারের রিডিং অনুযায়ী বিল করা হয়েছে। অথবা মিটারে সমস্যা। তবে গ্রাহকরা বলছেন মিটার না দেখেই বিল রাইডাররা ভুল রিডিং তুলে আনছেন।
সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের সুজেল মিয়া নামের এক গ্রাহক জানান, গত জুলাই মাসে ৭ শত ৭২ টাকা বিল আসলেও আগস্ট মাসে তিনগুণ বেড়ে বিল এসেছে ২ হাজার ৪শত টাকার। আমি অভিযোগ নিয়ে গেলেও কোন প্রতিকার পাইনি।
একই গ্রামের সাইফুল ইসলাম নামে এক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের মসজিদের বিল প্রতি মাসে ২শত ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩শত টাকা পর্যন্ত আসে। সেখানে আগস্ট মাসে এসেছে ২২শ টাকা। তিনি বলেন, আমার বাড়ি সহ আশপাশের প্রতিটি বাড়িতে আগস্ট মাসে অস্বাভাবিক বিল এসেছে। আমরা অভিযোগ নিয়ে গেলেও তারা কোন ব্যবস্থা নেয়নি।
গিয়াসনগর ইউনিয়নের বানিকা এলাকার ব্যবসায়ী সৈয়দ মুকিত আহমদ জানান, আমার বাড়িতেও জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে অস্বাভাবিক বিল এসেছে।
অস্বাভাবিক বিলের বিষয়ে প্রতিকার চেয়ে ব্যবস্থা নিতে পল্লী বিদ্যুতের ডিজিএম বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সদর উপজেলার পাগুরিয়া গ্রামের তোয়াহিদ মিয়া। অভিযোগে এই গ্রাহক উল্লেখ করেন, তার ঘরে ৪টি বাতি ও ২টি ফ্যান চলে। যাতে দেখা যায়, গত এপ্রিল মাস থেকে ব্যবহারের পরিমাণে অতিরিক্ত কল্পনাতীত বিল আসছে। তাতে মে মাসে ৩ হাজার ৭শত, জুনে ৪ হাজার৮শত ৫৮ এবং জুলাই মাসে ১ হাজার ৬শত ৫৯ টাকা বিল এসেছে। এই অস্বাভাবিক বিলের বিষয়ে প্রতিকার চেয়ে জরুরী ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন এই গ্রাহক। শুধু তোয়াহিদ মিয়া নয়, এমন অনেক অভিযোগই প্রতিদিন আসছে এই কার্যালয়টিতে।
চলতি মাসের ২৫ আগস্ট সদর উপজেলার বিভিন্ন এলাকার বেশ কয়েকজন ক্ষুব্ধ গ্রাহক মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল কার্যালয়ে অস্বাভাবিক বিলের অভিযোগ নিয়ে গেলে কর্মকর্তারা সংশ্লিষ্টদের মিটার পরিক্ষা করে সমাধানের আশ্বাস দিলে পরিবেশ শান্ত হয়।
অভিযোগ উঠে রামচন্দ্র নামে এক বিল রাইডারের বিরুদ্ধে। কতৃপক্ষ তাঁর বিরুদ্ধে যথাসময়ে রিডিং তুলে না আনার সত্যতা পেলে তাঁকে ২৮ আগস্ট মৌলভীবাজার জোনাল কার্যালয় থেকে বদলি করে শ্রীমঙ্গল সদর দফতরে সংযুক্ত করা হয় বলে জানিয়েছেন পল্লী বিদ্যুতের জোনাল কার্যালয়ের এজিএম মেহেদি হাসান তালুকদার।
অভিযোগের বিষয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি ম্যানেজার (ডিজিএম) জিয়াউল হক বলেন, রিডিং অনুযায়ী বিল করা হয়েছে। অস্বাভাবিক বিল এসে থাকলে মিটারে সমস্যা থাকতে পারে। যারা অভিযোগ নিয়ে এসেছেন আমরা সমাধান করে দিয়েছি।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলায় পল্লী বিদ্যুতের মোট গ্রাহক রয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ৮শত ৬১ জন। এর মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় ৭৫ হাজারেরও বেশি গ্রাহক রয়েছেন স্বায়ত্বশাষিত এই প্রতিষ্ঠানটির।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD