রাবি ডেস্ক ::
রাবিতে বিজয়-২৪ উদযাপন উপলক্ষে গরু-খাসি নিয়ে আনন্দ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের সাধারণ শিক্ষার্থীরা।
এসময় লুঙ্গি পড়ে বিজয় উল্লাসে মেতে উঠতে দেখা যায় হলের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহীদ জিয়াউর রহমান হল গেইট থেকে গরু-খাসি নিয়ে এই বর্নাঢ্য র্যালি বের করেন শিক্ষার্থীরা।
পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, প্যারিস রোড, পশ্চিম পাড়াসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন।
আগামীকাল ২৮ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে বিজয়-২৪ উদযাপনের মূল অনুষ্ঠান।
এদিন ভোরে গরু ও খাসি জবাই করবেন হলের শিক্ষার্থীরা।
পরে বিজয় র্যালি, ক্রীড়া প্রতিযোগিতা, হলের সাবেক -বর্তমানদের মিলন মেলা, মধ্যাহ্ন ভোজ ও সবশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ অনুষ্ঠান।
জানা যায়, সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কাছে উৎসবমুখর করতে রিয়েল স্টার প্রোপার্টিজ স্পন্সরে থাকছে দেশের জনপ্রিয় দুটি ব্যান্ড সায়ানাইট ও সপ্তক। এছাড়াও হলের সাংস্কৃতিক কর্মীরাও এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের শহীদ হাবিবুর রহমান হল মাঠে অনুষ্ঠিত হবে এবং সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান হলের আয়োজক কমিটির সদস্যরা।
Leave a Reply